কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি মৃত চিত্রা হরিণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৪, ০১:৫২ পিএম

ছবি: ভোরের কাগজ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে অর্ধ গলিত একটি মৃত চিত্রা হরিণ। হরিনটির শরীরের লোম (পশম) উঠে গিয়ে সাদা চামড়া বেড়িয়ে গেছে। বাম পায়ের অর্ধেক অংশ নেই। পিছনের দিক গলে গেছে। পচা দুর্গন্ধ বের হচ্ছে।
মঙ্গলবার (২৮ মে) রাত আটটার দিকে সৈকতের সী ভিউ আবাসিক হোটেলের সামনে জোয়ারের পানিতে এটি ভেসে ওঠে।
আরো পড়ুন: সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন
বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে সমুদ্রে ভেসে আসতে পারে। তবে মৃত হরিণটি দেখে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ধারণা করছেন ঘূর্ণিঝড় রেমালের পূর্বেই মরে জঙ্গলে পরে ছিল। ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে সুন্দর বন পানিতে তলিয়ে গেলে হরিনটির পানির সাথে সমুদ্রে নেমে আসে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, এনিমেল লাভার্সের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে তিনি সৈকতে এসে অর্ধ গলিত মৃত হরিণটিকে দেখতে পান। ঊর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা করে হরিণটি মাটিচাপা দিবেন বলে জানান এই বন কর্মকর্তা।