কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৪:৫৭ পিএম

কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার। ছবি: সংগৃহীত
বরিশালের মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মুলাদী থানা-পুলিশ বোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।
ওই ভবনটিতে হাতবোমা থাকার সন্দেহে গত ২৬ মে রবিবার সন্ধ্যা ৬টার দিকে মুলাদী থানা-পুলিশ পাহারায় রেখেছিল। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হাতবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, উপজেলা নির্বাচন পরবর্তী নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবনে হাতবোমা জড়ো করেছিলেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, গত রবিবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি মুলাদী সরকারি কলেজের পূর্বপাশের পরিত্যক্ত ভবনে ৩ ব্যাগ হাতবোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে থানায় খবর দেয়। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনটি পুলিশ পাহারায় রেখে ঢাকায় বোমা নিষ্ক্রিয় ইউনিটকে খবর দেয়া হয়।
বুধবার দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উপ-পরিদর্শক মো. গোলাম মর্তুজার নেতৃত্বে ৪ সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছে। তারা ৩টি ব্যাগ থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছেন।
আরো পড়ুন: পটুয়াখালীতে খালে ভাসছে ‘টর্পেডো’, আতঙ্কে স্থানীয়রা
ওসি আরো বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করেছে। এখন ঘটনার তদন্ত চলছে।