ফটিকছড়িতে আগুনে ভস্মীভূত তিনটি দোকান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৩:৪৪ পিএম

ছবি: ভোরের কাগজ
ফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি দোকান। রবিবার (৯ জুন) ভোর রাতে উপজেলা সদর বিবিরহাট বাজারের পান গলিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোর রাতে পৌর মেয়র ইসমাইল হোসেনের মালিকানাধীন টিনশেড মার্কেটের ভিতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ইলিয়াছ ও নিলক পালের মুদি দোকান, ইস্কান্দারের চাউলের দোকান অন্যতম।
আরো পড়ুন: পর্যটকদের জন্য নিষিদ্ধ দেশের যে সমুদ্রসৈকত
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে যে যার মত করে বাড়িতে চলে যাই। ফোনে ভোর রাতে খবর পাই আগুনে পুড়ে আমাদের দোকান ছাই হয়ে গেছে। তারা আরো জানান এর মধ্যে দিয়ে আমাদের আয় রোজগারের সব পথ বন্ধ হয়ে গেল।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।