×

সারাদেশ

গুরুদাসপুরে ১৯৮ ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০২:২৪ পিএম

গুরুদাসপুরে ১৯৮ ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

ছবি: ভোরের কাগজ

   

সারাদেশের ন্যায় আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের ২য় ধাপে নাটোরের গুরুদাসপুরে আরো ১৯৮ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রওশন আলী নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। 

এসময় আরো উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম মশিন্দা, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।

আরো পড়ুন: নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল নৌ-পুলিশ

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সারা দেশের ৫১টি জেলার ১৮৮ উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করেন। যার মধ্যে নাটোরের গুরুদাসপুরের ১৯৮টি ঘর রয়েছে। এর মধ্যে মশিন্দা ইউনিয়নের বিল বিয়াসপুরে একটি ব্যারাকের ৪০টি এবং চাপিলা ইউনিয়নের ধানুরা কোলা আশ্রয়ণে ৬০টি ও চক দিঘলিতে ৯৮ টি ঘর সুবিধাভোগী পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়। ইতোপুর্বে গুরুদাসপুর উপজেলায় সর্বমোট ৩৯৬টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্ণবাসন করা হয়েছে। 

২২ মার্চ ২০২৩ সালে গুরুদাসপুর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। 

ইউএনও সালমা আক্তার বলেন, প্রধানমন্ত্রী চলমান আশ্রয়ণ-২ প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করেছেন। ইতোমধ্যে গুরুদাসপুরকে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হলেও কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার থেকে থাকলে তাদেরও বিধি মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App