‘স্মার্ট রিকশা’ চালু করলো অ্যাক্ট ফাউন্ডেশন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৬:১৮ পিএম

‘স্মার্ট রিকশা’ চালু করলো অ্যাক্ট ফাউন্ডেশন
মাদারীপুর সদর পৌরসভার অংশীদারিত্বে জেলা শহরে ‘স্মার্ট রিকশা' চালু করেছে অ্যাক্ট ফাউন্ডেশন যেখানে চালকরা স্মার্ট ফোনে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের কিউআর কোডের মাধ্যমে ভাড়া গ্রহণ করেন।
সম্প্রতি ‘স্বপ্নচাকা’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন মাদারীপুরের মেয়র খালিদ হোসেন ইয়াদ। স্বাগত বক্তব্য রাখেন অ্যাক্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ইসতিয়াক আহমেদ শাওন।
আমেরিকা, কানাডার প্রবাসীদের সহযোগীতায় যাকাত ফান্ডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পে ‘স্বপ্নচাকা’ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত পরিবারের প্রায় ১৫ জন ইলেক্ট্রিক রিকশা পেয়েছে। এ সময় প্যানেল মেয়র সাইদুল বাসার তোফি, এসিটি ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম শামীম, চৌধুরী ফকরুল আলম, মশিউর রহমান সজীব, সহ-সভাপতি শুভ্র, সদস্য মারুফ হাসান, শুভ্র সুলতানা ও সজীব মণ্ডল উপস্থিত ছিলেন।
এর আগে, অ্যাকশন কন্ট্রিবিউটিং টু ট্রান্সফরমেশন বা অ্যাক্ট ফাউন্ডেশন সানবিল ফাউন্ডেশন ইউএসএর সাথে সহযোগিতায়, রূপান্তর আইসিটি ল্যাব স্থাপন করেছে যাতে প্রান্তিক এলাকায় যুবকদের প্রযুক্তির সুবিধার মাধ্যমে ক্ষমতায়ন করা হয়।