প্রধানমন্ত্রীর উপহারের ঘর দখল

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৩:৫৩ পিএম

ছবি : সংগৃহীত
নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘরটি কেড়ে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। তাদের কবল থেকে দিন মজুর, নারী এমনকি মুক্তিযোদ্ধাও রক্ষা পায় না বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ নং ব্যারাকের ২ নং রুম রামরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. সমীর উদ্দীন জানান, আমি একজন অসহায় গরীব মানুষ। বিভিন্ন মানুষের খাবারের হোটেলে কাজ করি।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নিজে আমার হাতে ঘরের চাবিটি দিয়েছিলেন ১৯৯৮ সালে। এরপর শান্তিতে বসবাস করছিলাম। এই ঘরটি ছাড়া আল্লাহর দুনিয়ায় এক ফোটা জায়গা-জমি নেই। সেই ঘরটি তিলনা থেকে আসা মো. মামুর উদ্দীন কেড়ে নিয়েছেন। তিন একজন ধনী ব্যক্তি। স্থানীয় প্রভাবশালীদের সাথে তার উঠা রয়েছে। মাদক ব্যবসার সাথেও জড়িত। মাঝেমধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়, আবার ছাড়াও পায়।
তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়ে মেলে না কোনো প্রতিকার। এখন বিধবা মাকে নিয়ে মানুষের জমিতে রয়েছি। শুনছি আমার লিজ বাতিল করে ঘরটি অন্য কাউকে দিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
আরো পড়ুন : স্কুলে ঢুকে ৪ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করলেন নারী
মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম জানান, আমার ঘরটি জোড় করে দখল করেছেন তারা। উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়ে মেলেনি প্রতিকার। তিনি অভিযোগ করেন, আবেদন জমা দিলে অফিস কর্তৃপক্ষ মাঝেমধ্যে তারা গ্রহণের কপি (রিসিভ কপি) দেন না।
অভিযুক্ত মো. মামুর উদ্দীন এর সাথে যোগাযোগ করা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন জানান, উপজেলা টাস্কফোর্স কমিটির সিধান্তে যা হবেন, তাই করা হবে। লিজ বাতিল করার বিষয়টি কাগজ কলমের ব্যাপার।
তিনি আরো বলেন, ঘর কেন ছেড়েছেন তারা, এটি তাদের সাথে কথা বলে প্রধানমন্ত্রীকে জানানো হবে।