সোনাগাজীতে অস্ত্রের মুখে কোরবানির গরু লুট

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৪:১৫ পিএম

ফাইল ছবি
ফেনীর সোনাগাজীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি গরু লুট করে নিয়ে গেছে এক দল ডাকাত।
বুধবার (১২ জুন) মধ্যরাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই লুটের ঘটনা ঘটে।
ঈদের আগে একের পর এক ডাকাতি হওয়ায় শঙ্কার মধ্যে রয়েছেন খামারিরা।
স্থানীয়রা জানান, কোরবানির ঈদে বিক্রির জন্য গত ২ জুন ২৬টি গরু ক্রয় করেন ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহ। সোনাগাজী উপজেলার মির্জাপুর এলাকার অস্থায়ী একটি খামার গড়ে তুলে গরুগুলো সেখানেই বিক্রির জন্য রেখে যত্ন করছিলেন। সর্বশেষ বুধবার পর্যন্ত ১১টি গরু ছিল। রাত দেড়টার দিকে সশস্ত্র ডাকাতদল এসে খামারে থাকা দুই কর্মচারির ওপর হামলা করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে সবগুলো গরু গাড়িতে তোলার চেষ্টা করছিল। এ সময় ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহর সহযোগী দৌড়ে গিয়ে আশপাশের মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এলে ডাকাতরা দুইটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরো পড়ুন: শ্রীনগরে প্রবাসীর কৃষি জমি দখলের পাঁয়তারা
ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহ বলেন, কোরবানির ঈদে বিক্রির জন্য গরুগুলো নিয়ে অস্থায়ী এ খামারে এক সহযোগীসহ অবস্থান করছিলাম। রাত ১টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যে ১৪-১৫ জন ডাকাত এসে রামদা দিয়ে আমাদের আঘাত করে। আমার সহযোগী তাদের হাত থেকে দৌড়ে পালিয়ে গিয়ে আশপাশের মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এলে ডাকাতদল দুইটি গরু ছিনিয়ে নিয়ে যায়। ঈদের ঠিক আগমুহূর্তে এমন ক্ষতি পোষানো সম্ভব না।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় বলেন, রাতেই তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান নেয়। এরমধ্যে তারা কৌশলে অন্য কোন সড়ক দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। গরু উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৮ জুন ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের খান অ্যাগ্রো ফার্মে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা। ১২ জুন রাতে লুটে জড়িত সোনাগাজীর সোলাইমান ও তার সহযোগী জামালকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।