দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার, আটক ১

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০২:৩৪ পিএম

দেওয়ানগঞ্জ ভারতীয় মদসহ আটকৃত মাদক ব্যবসায়ী আব্দুস সালাম। ছবি: ভোরের কাগজ
জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতীয় ৯০ বোতল মদসহ আব্দুস সালাম (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জ ডিবি পুলিশ।
শুক্রবার (১৫ জুন) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীতলা ঘাট থেকে ভারতীয় আইস ভোঁটকা ৬৮ বোতলও সিগ্রাম রয়েল স্টোং ২২ বোতলসহ ৯০ বোতল মদ উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গাইবান্ধা থেকে ছেড়ে আসা নৌকা উপজেলার কালীতলা যমুনা ঘাটে নৌকা যোগে কতিপয় ব্যক্তি বস্তায় করে ভারতীয় মদ নিয়ে নৌকা থেকে নামার সময় আব্দুস সালাম কে ভারতীয় মদসহ আটক করা হয়। মাদক-কারবারি আব্দুস সালাম গাইবান্ধা জেলার গাইবান্ধা উপজেলার খামার কামারজানি গ্রামের মৃত রবিচাঁনের ছেলে।
আরো পড়ুন: সাংবাদিক নাদিম হত্যার এক বছর, অগ্রগতি নেই তদন্তে
জামালপুর গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জ ডিবি অফিসার ইনচার্জ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে উপজেলার কালীতলা যমুনা ঘাট থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকার মদ উদ্ধার করা হয়েছে। ওই সময় মাদক কারবারি আব্দুস সালামকে আটক করা হয়।
শনিবার দুপুরে মাদক কারবারি আব্দুস সালামকে জামালপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।