আত্রাইয়ে শেখ রাসেল শিশু পার্কের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাই (নওগাঁ) থেকে
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৬:৫৫ পিএম

ছবি: ভোরের কাগজ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ ঘটিকায় শেখ রাসেল শিশু পার্ক-এর মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির।
আরো পড়ুন: রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মওলা, রাজশাহী বিভাগীয় কমিশনারের সহধর্মিণী দিলসাদ জাহান, নওগাঁ জেলা প্রশাসকের সহধর্মিণী শিউলি আজাদ, আত্রাই উপজেলা প্রকৌশলী মো. ইমরান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউদ্দিন আহম্মেদ, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার,মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম যুব,পল্লি উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ।