সাতক্ষীরায় বজ্রপাতে শিশুসহ ২ জন নিহত

মসিউর ফিরোজ, সাতক্ষীরা
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৭:০৩ পিএম

ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা দ্বীপের গাগড়ামারী নামক স্থানে বজ্রপাতে এক শিশুসহ দু'জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর দুইটার দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাশ্ববর্তী খুলনা জেলার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী (৪৫) ও একই উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এ সময় গুরুতর আহত হন নাজমুলের নানা মোসাদ্দেক আলী।
আরো পড়ুন: মুয়াজ্জিনের ছুরিকাঘাতে স্ত্রী খুন
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুর ২টার দিকে খুলনা জেলার কয়রা উপজেলা থেকে কয়েকজন যাত্রী ট্রলারযোগ নদী পার হয়ে শ্যামনগর উপজেলার গাবুরায় আসছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তারা একটি মাছের ঘেরের ছোট একটি পাহারা ঘরে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাতে এক শিশুসহ দুইজন নিহত হয়। এ সময় আহত হন আরো একজন।
ওসি আরো জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।