দেওয়ানগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৭:০৭ পিএম

ছবি: ভোরের কাগজ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী নির্বাচিত হওয়ায় এবং উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জিল বাংলা সুগার-মিলস বাজার ব্যবসায়ী বর্নিক সমিতির উদ্যোগে সুগার-মিলস ফার্ম মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জামালপুর,শেরপুর গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে ঘোড়া অংশ নেয়।
ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় দেখতে মেলায় নানা শ্রেণিনেতা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন নর্ব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। জিল বাংলা সুগার মিলস ওয়ার্কাস ইউনিয়নের সাবেক সভাপতি দলিলুল রহমানের সভাপতিত্বে ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচালনা করেন জিল বাংলা সুগার মিলস ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুন হক ( রায়হান) চুকাই বাড়ি ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন।
আরো পড়ুন: কুলাউড়ায় রেললাইনে পানি
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দুর্গা এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল চন্দ্র সাহা, জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, বাজার ব্যবসায়ী সভাপতি মন্জুরুল হক সাধারণ সম্পাদক,রাসেল আহাম্মেদ ইউপি চেয়ারম্যান সেলিম খান,শাজাহান আলী সাইদ্দুজ্জামান প্রমুখ ঘোড়া দৌড় ও দেশের আলোচিত ঘোড়া সোয়ার নওগাঁ জেলার তাছলিমা ও হালিমা অংশ গ্রহণ করায় তাদের দেখতে আসা দর্শকরা জানান, শুক্রবার বিকেলে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই মুগ্ধ হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে গেছে। এমন আয়োজন প্রতি বছর দেখতে চাই।