সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৮:৪৩ পিএম

ছবি : সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টার দিকে মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন জাহাজঘাটা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় এবাদুল শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। তিনি কালিগঞ্জ উপজেলার মুড়াগাছা গ্রামের আজিজ শেখের পুত্র।
প্রত্যক্ষদর্শী জিয়া জানান, কালিগঞ্জ হতে শ্যামনগরে আসার সময় জাহাজঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে মালবাহী ইঞ্জিন ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এবাদুল শেখ। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় নাজমুল নামে এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে, উপজেলার হরিনগর (ছোট ভেটখালী) গ্রামে আলাহাজ্ব মো. আব্দুস সাত্তার মোড়লের মৎস্য প্রজেক্টের পুকুরের পানিতে ডুবে অপু মন্ডল নামে এক ঘের কর্মচারী নিহত হয়েছেন। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা থানার বারআড়িয়া গ্রামের হরেন্দ্রনাথ মন্ডলের পুত্র।
মঙ্গলবার ভোররাতে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : মিরসরাইয়ে নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো ফেনী নদীর তীরে