ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৪:০২ পিএম

ছবি: ভোরের কাগজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তেলের ড্রামগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের বিষয়ে নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা ১টা ৩২ মিনিটে তারা আগুনের খবর পান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় বেলা ১টা ৩৮ মিনিটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ফতুল্লা ফায়ার স্টেশনের ২টি, পাগলা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ২টি, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ২টি, হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ১টি ও সদরঘাট নদী স্টেশনের ১টি ইউনিট কাজ করছে।
আরো পড়ুন: সুন্দরগঞ্জে সেতুর কাজ শেষ না হতেই দেবে গেছে ৪ পিলার
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি ও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেলবাহী ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব ড্রামে আগুন ধরে গেছে। এটি তেল নিয়ে ভোলার মনপুরায় যাওয়ার কথা ছিল। দুপুরে শ্রমিকরা রান্না করার সময় আগুন ধরে যায়। এতে বিকট শব্দে বিস্ফোরণও ঘটে। কয়েকজন শ্রমিক আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।