চোরাইপথে আনা মোবাইল ফোন বিক্রি, আটক ৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৯:৩৭ পিএম

ছবি : সংগৃহীত
ভারত থেকে দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন পাচার করে আনে চক্রটি। রাজস্ব ফাঁকি দিতে পারায় কম দামে পাওয়া যেত এ মোবাইলগুলো। তাই বাজারে এ সব মোবাইল ফোনের চাহিদাও অনেক।
এছাড়াও আইএমইআই নম্বর বিটিআরসির নথিভুক্ত না থাকায় দুর্বৃত্তরাও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের জন্য এ সব ফোন ব্যবহার করতো। সাধারণত কুমিল্লা রুট ব্যবহার করে চোরাই মোবাইলগুলো দেশে আসতো। পরে তা ছড়িয়ে দেয়া হতো রাজধানীর বিভিন্ন বিপণি বিতানে।
শনিবার (২৯ জুন) রাতে চক্রটির কাছ থেকে ৮০৮টি চোরাই মোবাইলফোন উদ্ধার করেছে র্যাব। এসময় চার চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩০ জুন) র্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ফিরোজ কবীর এসব তথ্য জানান।
আরো পড়ুন : কলকাতায় ছিনতাই হওয়া আইফোন কেরানীগঞ্জ থেকে উদ্ধার
তিনি বলেন, শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। গ্রেপ্তারকৃতরা হলো, আবু তাহের (২৬), মেহেদী হাসান (২২), রুবেল হোসেন (২৯) ও নূর নবী (৩২)।
ভারত হয়ে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা দিয়ে মোবাইল ফোন বাংলাদেশে আনে চক্রটি। এ চক্রের হোতা আবু তাহের। গত ৩ বছর আগে কুমিল্লা জেলার গৌরীপুর এলাকায় একটি মোবাইল শো-রুমে বিক্রয়কর্মী হিসেবে চাকরি শুরু করে সে। তখন থেকেই কুমিল্লার বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারী চক্রের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। একপর্যায়ে মোবাইলের শো-রুমে চাকরির পাশাপাশি সে নিজেও বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইলের চালান আনিয়ে কুমিল্লাসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে সরবরাহ করতে শুরু করে।
অল্প সময়ে বেশি অর্থ লাভের আশায় অপরাধ কর্মকাণ্ডটি বিস্তৃত করতে সে নিজেই একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলে। তার নেতৃত্বে চক্রটি কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে গত দেড় মাসে এ ধরনের ৫টি বড় চালান ঢাকায় সরবরাহ করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
আবু তাহেরের অন্যতম সহযোগী গ্রেপ্তারকৃত মেহেদী। গ্রেপ্তারকৃত রুবেল একজন গাড়ি চালক। প্রথমে সে ভাড়ায় গাড়ি চালালেও পরবর্তীতে এ চক্রে যোগ দিলে তাহের তাকে একটি প্রাইভেটকার ব্যবস্থা করে দেয়। ওই গাড়ি চালানোর আড়ালে চোরাইপথে আসা মোবাইল তাহেরের নির্দেশে বিভিন্ন এলাকায় সরবরাহের কাজ করতো সে।
এছাড়াও গ্রেপ্তারকৃত গাড়ি চালক নূরনবীও তাহেরের সঙ্গে পরিচয়ের পর বেশি আয়ের আশায় চোরাই মোবাইল ফোন পরিবহনে জড়িয়ে পড়ে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।