এসআই পরিচয়ে প্রতারণা ও ধর্ষণ

জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা যশোর থেকে
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৭:৪৩ পিএম

এসআই পরিচয়ে প্রতারণা ও ঘর্ষণ। ছবি: সংগৃহীত
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণা ও তরুণীকে ধর্ষণের অভিযোগে সুমন বসু নামে এক যুবককে গ্রেফতার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন)। মঙ্গলবার (২ জুলাই) গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সুমন বসু গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামের সঞ্জীব বসুর ছেলে। বুধবার (৩ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, অভয়নগর থানার বাসিন্দা ভুক্তভোগী ওই তরুণী কৃষি ডিপ্লোমা সম্পন্ন করে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করছিলেন। ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত সুমন বসুর ফেসবুকে পরিচয় হয়। সুমন নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) বলে পরিচয় দেন। পরিচয়ের পর সে ভুক্তভোগী তরুণীর সঙ্গে মোবাইলে কথা বলে। কথার একপর্যায়ে ওই তরুণীর সঙ্গে সুমন বসুর সখ্যতা ও ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের কারণে সুমন মাঝে-মধ্যে ভুক্তভোগী তরুণীর পিতার বাড়িতে আসা যাওয়া করতেন।
এছাড়া সুমন বসু ওই তরুণীকে বিভিন্ন সময় যশোরের কয়েকটি হোটেল ও নড়াইল জেলার অরুণিমা রিসোর্টে রুম ভাড়া নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। বিভিন্ন সময় ভুক্তভোগী তরুণীর কাছ থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে ধার হিসাবে ১৪ লাখ ৮৯ হাজার ৮৮০ টাকা নেন সুমন। পরবর্তীতে তার আচরণ সন্দেহজনক মনে হলে ওই তরুণী সুমনের গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে সে বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে। তখন ওই তরুণী সুমনকে দেয়া টাকা ফেরত চাইলে সে টাকা ফেরত দিতে অস্বীকার করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদি হয়ে মঙ্গলবার (২ জুলাই) অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, পিবিআই যশোর টিম মঙ্গলবার (২ জুলাই) সকালে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন বসুকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সুমন ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছে। বুধবার (৩ জুলাই) সুমনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো পড়ুন: মোটরসাইকেল ঠিক করে না দেয়ায় মেকানিককে গুলি করলো কনস্টেবল!