×

সারাদেশ

নিখোঁজের ৮ দিন পরও খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় পরিবার

Icon

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৩:০৬ পিএম

নিখোঁজের ৮ দিন পরও খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় পরিবার

নিখোঁজ মাদ্রাসা ছাত্র শিশু সোয়াইব

   

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্র শিশু সোয়াইবের। এদিকে খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে শিশুটির পরিবার।

ঈদের ছুটি শেষে গত ২৯ জুন বিকেলে শিশুটির নানা তাকে মাদ্রাসায় রেখে আসার পর সেদিন সন্ধ্যা থেকে সে এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশু সোয়াইব উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের জাত-আমরুল গ্রামের মো. মুক্তাদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার (৪ জুলাই) শিশু সোয়াইবের পিতা মুক্তাদুল ইসলাম আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শিশুটির বাবা মুক্তাদুল ইসলাম বলেন, সোয়াইব শাহাগোলা ইউনিয়নের মির্জাপুর কাসেমুল উলুম কওমি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গত শনিবার বিকেলে ঈদের ছুটি শেষে ছেলেকে নিয়ে তার নানা মাদ্রাসায় রেখে আসে এবং সেই দিন সন্ধ্যায় মাদ্রাসা থেকে আমাকে ফোন দিয়ে বলে শিশু সোয়াইবকে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। এক পর্যায়ে শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরো পড়ুন: নিখোঁজের এক দিন পর মিললো শিশুর মরদেহ

এ ব্যাপারে মির্জাপুর কাসেমুল উলুম কওমি মাদ্রাসার মহাতামিম মওলানা আব্দুল্লাহ আল-মামুন বলেন, গত ২৯ তারিখ আসরের নামাজের পর শিশু সোয়াইবের নানা তাকে মাদ্রাসায় রেখে যায়। মাগরিবের নামাজের আগ মুহূর্ত থেকে সোয়াইবকে আর মাদ্রাসায় পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে তার পরিবারের কাছে ফোন করে খবর দিই। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।  

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, গত ৪ জুন বৃহস্পতিবার বিকালে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।#

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App