একদিনে ৩টি মরদেহ উদ্ধার!

শফিকুল আলম চৌধুরী, হবিগঞ্জ থেকে
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৭:১২ পিএম

একদিনে ৩টি মরদেহ উদ্ধার। ছবি: ভোরের কাগজ
হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলায় হাওর থেকে শনিবার (৭ জুলাই) ভোরে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়ে। তার নাম রুমা আক্তার (১৮)। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ সকাল ৮টার দিকে রুমা আক্তারের মরদেহ উদ্ধার করে।
এদিকে ওই উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুড় গ্রামে শনিবার ভোরে সিপ্রা রাণী দাস (২৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে নিজ বাড়ির মাচার উপর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হলে সকাল ৯টায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এর আগে শনিবার বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের হালিমপুর গ্রামে হাওর থেকে চান মিয়া নামক এক নৌকার মাঝির মরদেহ উদ্ধার করা হয়। তিনি শুক্রবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হালিমপুর গ্রামের হাওরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিখোঁজ হন। ঘটনার ১৮ ঘণ্টা পর হবিগঞ্জের ফায়ার সার্ভিসের একদল ডুবুরি পানির অভিযান চালিয়ে চান মিয়ার মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত রুমা আক্তার ও সিপ্রা রানী দাশের মরদেহের ময়না তদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আরো পড়ুন: ফের সুনামগঞ্জে বন্যার শঙ্কা