ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

কাগজ প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৮:৫৪ এএম

ছবি: সংগৃহীত
রাজশাহীতে ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুলাই) দুপুরে নগরীর আমচত্বর এলাকায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তারা এ কর্মবিরতি পালন করেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন দুর্ভোগে।
ওই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বলেন, আমরা মাসে ১৫ হাজার টাকা ভাতা পাই। সরকারী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মাসে পান ২০ হাজার করে। সেজন্য আমরা কর্মবিরতি শুরু করেছি। তারা বলেন, কর্তৃপক্ষ শুধু মৌখিকভাবে আশ্বাসে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু এবার আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়ান তারা। এ সময় ‘দাবি মোদের একটাই, ২০ হাজার বেতন চাই’, ‘২০ হাজার বেতন হলে ফিরে যাব ইনডোরে’ স্লোগান দেন তারা।
আরো পড়ুন: ১ দিনে কুকুরের কামড়ে আহত ৭৬
আরো পড়ুন: চলতি বছরই মিলতে পারে দেশীয় প্রতিষেধক
এদিন তাদের কর্মবিরতির কারণে সেবা বন্ধ থাকে। অনেক রোগী দুর্ভোগে পড়েন। তবে এসব বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে চান নি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সানাউল হক মিঞা। গণমাধ্যমের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে মাইক্রোতে করে তিনি হাসপাতাল ত্যাগ করেন।