×

সারাদেশ

মধ্যনগরে বন্যার পানি কমছে ধীর গতিতে

Icon

রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০২:৫৫ পিএম

মধ্যনগরে বন্যার পানি কমছে ধীর গতিতে

সুনামগঞ্জের মধ্যনগরে ধীর গতিতে নামছে বন্যার পানি

   

সুনামগঞ্জের মধ্যনগরে গতকাল (রবিবার ৭ জুলাই) রাতেও কয়েক দফা মাঝারি ও হালকা বৃষ্টি হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। বন্যার পানি ধীরে নামায় মানুষের মনে অস্বস্তি রয়েই গেছে। এদিকে ভারতের মেঘালয়ে বৃষ্টি কম হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নদী ও হাওর দুই জায়গাতেই পানি কমছে ধীর গতিতে। যে কারণে মানুষের ভোগান্তি কমছে না।

মধ্যনগর উপজেলার পূর্বদিকে টাঙ্গুয়ার হাওরে ভারতের মেঘালয়ের অন্তত ত্রিশটি ছড়া বা ঝর্ণার পানি সরাসরি এসে ঢুকে। পাশাপাশি সুরমা ও যাদুকাটা নদীর পানি উজান পাটলাই নদী হয়ে টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করে। এ জন্য টাঙ্গুয়ার হাওরের পানি বাড়লে মধ্যনগর এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এছাড়া উপজেলার প্রধান দুটি নদী সোমেশ্বরী ও উব্দাখালী ভারতের মেঘালয় থেকে পাশের নেত্রকোণা জেলা হয়ে পশ্চিম দিক থেকে মধ্যনগরে প্রবেশ করেছে। এসব নদীতে পানি বাড়লেও মধ্যনগরে বন্যার সৃষ্টি হয়। আর একই সঙ্গে নদী ও হাওরে পানি ঢুকলে মধ্যনগরে দীর্ঘ মেয়াদি বন্যার সৃষ্টি করে। 

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান জানিয়েছেন, সোমবার ১২টায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ২৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে এবং উব্দাখালী নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় সুরমা নদীর বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার সুরমা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৬৮ সেন্টিমিটার ওপরে ছিলো গত ১৮ জুন। এ সময় পুরো জেলা বন্যাকবলিত হয়ে পড়েছিলো।

এদিকে সোমবার সকাল থেকে উপজেলার টাঙ্গুয়ার হাওর পাড়ের বংশীকুন্ডা, রংচী, নিশ্চিন্তপুর, আন্তরপুর, রুপনগর, ইছামারী গ্রাম ঘুরে দেখা গেছে, মানুষের ঘরবাড়ি থেকে পানি নেমেছে। তবে উঠানে, রাস্তাঘাটে পানি আছে। নৌকা নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাদের।

আরো পড়ুন: গাইবান্ধায় বন্যা, পানিবন্দী ১ লাখ মানুষ

নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া ভোরের কাগজকে বলেন, তার বাড়ি টাঙ্গুয়ার হাওরের পাড়ে। সেখানে পানি কমছে, তবে ধীরে। এখনো যাদের বাড়িঘর, উঠান, রাস্তাঘাটে পানি আছে, তারা চরম ভোগান্তি পোহাচ্ছেন। তিনি বলেন, সাধারণত বন্যার পানি চার-পাঁচ দিন থাকে। এবার দুই দফা বন্যা হওয়ায় সমস্যাটা বেশি হচ্ছে।

বংশীকুন্ডা গ্রামের নেকবর হোসেনের (৪৫) ঘরের বারান্দার নিচেই পানি। নৌকা ছাড়া তাঁ দের যাতায়াতের কোনো উপায় নেই। নেকবর হোসেন বলেন, ‘বন্যা ত অতদিন থাহে না। এইবার পানি নামতাছে না। আটকিয়া গেছে। এর জন্য দুর্ভোগ বাড়ছে।’

ছবি: ভোরের কাগজ

এদিকে মধ্যনগর উপজেলার প্রধান সড়কের বিভিন্ন অংশে পানি থাকায় এখনো মানুষ সড়ক ব্যবহার করতে পারছে না। ১৭ জুন থেকে এই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ আছে। সড়ক দিয়ে গুচ্ছগ্রাম থেকে চাকরির কারণে যাতায়াত করেন মাওলানা নূরুল ইবনে ঈমান। ভোরের কাগজকে তিনি বলেন, প্রতিদিন তাকে কাপড় ভিজিয়ে গিয়ে পাশের মির্জাপুর গ্রামের মসজিদে ইমামতি করতে হয়। পানি বাড়লেই এই স্থানে সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় লোকজন জানান, এই সড়কে অন্তত তেরো স্থানে ছোট-বড় খাল সৃষ্টি হয়েছে। সড়কের দাতিয়াপাড়া অংশ ঢেউয়ের ধাক্কায় হাওর গর্ভে বিলীন হয়ে গেছে। মেরামত ছাড়া এ সড়কে চলাচলের সুযোগ নেই।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবারের বন্যায় জেলার প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। অসংখ্য বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয় প্রায় ২৫ হাজার পরিবার। এরপর পরিস্থিতির কিছুটা উন্নতি হলে মানুষ বাড়িঘরে ফেরার প্রস্তুতি নেন। তখন আবার বন্যার অবনতি হয়ে যায়। এবার দুই ধাপের বন্যায় সুনামগঞ্জ জেলায় মোট ১ হাজার ১২৮ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৪৫ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে মধ্যনগরে ১১২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির নির্ধারণ করা হয়েছে।

সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার ও মো. সারোয়ার জাহান বলেন, ভারী বৃষ্টি না হলে আর কোনো সমস্যা হবে না। নদী ও হাওরে দুই জায়গাতেই পানি কমছে। বৃষ্টি হলে পানি আবার কিছুটা বাড়তে পারে। তবে বন্যা পরিস্থিতির অবনতি হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App