×

সারাদেশ

রাখাইন রাজ্যে বিমান চক্কর, টানা বিস্ফোরণের শব্দ

Icon

শহীদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৫:৩৩ পিএম

রাখাইন রাজ্যে বিমান চক্কর, টানা বিস্ফোরণের শব্দ

ছবি : ভোরের কাগজ

   

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে দিনভর বিমান চক্কর খেতে দেখা গেছে। একই সঙ্গে টানা বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে সীমান্তের এপারে। রবিবার (৭ জুলাই) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওপারের আকাশে বিমান চক্কর দিতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা। একই সঙ্গে রাতে টানা বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে টেকনাফ সীমান্তে। 

টেকনাফে স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমারের রাখাইনের মংডু শহরের আশপাশে বিমান যোগে মর্টার শেল ও ভারী গোলার নিক্ষেপের শব্দ শোনা যায়। বিদ্রোহীরা মংডু শহর দখলে কিছু অংশ দখল করে নিয়েছে। সেসব এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য সরকারি জান্তা বাহিনী মরিয়া হয়ে উঠেছে। এ জন্যই তারা বিমান যোগে হামলা চালাচ্ছে। আর তার বিকট শব্দ ভেসে আসছে এপারে। 

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, সারা রাত প্রায় আটঘণ্টায় দেড় শতাধিক মটারশেল বিস্ফোরণের শব্দ ভেসে আসে। টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, মিয়ানমারের সীমান্তের ওপারে আকাশে সকাল থেকে বিকেল পর্যন্ত বিমান উড়তে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। সহিংসতার কারণে নতুন করে মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। 

আরো পড়ুন : মধ্যনগরে বন্যার পানি কমছে ধীর গতিতে

সীমান্তের একাধিক সূত্র জানায়, টানা তিন মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সম্প্রতি মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ-পশ্চিম দিকে দুটি শহরসহ, সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪টি সীমান্তচৌকি, রাচিডং-বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। তারা এখন মংডুশহরে আশেপাশে দখলে নেয়া সীমান্ত চৌকিগুলো পুনরুদ্ধরের জন্য বিমান যোগে হামলা চালাচ্ছেন। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘাত চলমান থাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিমান যোগে এসব বোমা হামলা চালানো হয়েছে। তবে শব্দ গুলো বিকট ও ভয়ঙ্কর ছিল। কেঁপে উঠেছে টেকনাফ সীমান্তে বাড়ি-ঘর। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App