×

সারাদেশ

‘নো ড্রাগস ইন নীলফামারী’ মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৪:৩২ পিএম

‘নো ড্রাগস ইন নীলফামারী’ মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার

ছবি: ভোরের কাগজ

   

‘নো ড্রাগস ইন নীলফামারী’ আপনাদের সহযোগিতায় মাদকমুক্ত নীলফামারী গড়তে চাই’, বলেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. মোকবুল হোসাইন। 

মঙ্গলবার (৯ জুলাই), সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে, সকল প্রকার চাঁদাবাজি, থাই লটারির প্রতারণা, অনলাইন জুয়াসহ সকল প্রকার অপরাধ দমন করা সম্ভব হবে’।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সাইফুল ইসলাম, সদর সার্কেল মোস্তফা মঞ্জুর, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম প্রমুখ। 

উক্ত মতবিনিময় সভায় নীলফামারীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক, নূর আলম।

আরো পড়ুন: রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার, চরম ভোগান্তিতে এলাকাবাসী

প্রসঙ্গত, এর আগে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। 

সদ্য যোগদানকৃত, নীলফামারী পুলিশ সুপার, মো. মোকবুল হোসেন ২৫তম বিসিএস। তিনি ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন। এরপর ২০০৭ সালে নওগাঁ জেলা এএসপি (শিক্ষানবিশ) ছিলেন। ২০০৮ সালে ঢাকার স্পেশাল ব্রাঞ্চ, একই বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। ২০০৯ সালে রাঙামাটিতে ৫ম এপিবিএন, একই বছর নাটোর জেলার সদর সার্কেল, ২০০৯-১০ সালে ঢাকা সিটি এসবি, ২০১০ সালে দিনাজপুর জেলার সদর সার্কেল, ২০১০-১১ সালে পুলিশ হেডকোয়ার্টার্স, ২০১১ সালে জয়পুরহাট জেলা সদরের এএসপি, ২০১২-১৩ সালে বগুড়া সদর সার্কেল হিসেবে কর্মরত ছিলেন। 

এছাড়াও, ২০১৩ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে লালমনিরহাট, ২০১৩-১৪ সালে র‍্যাব, ২০১৪-১৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (আইভরিকোস্ট), ২০১৫-১৬ সালে র‍্যাব, ২০১৬ সালে রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ২০১৭-২০ সালে ওই পদে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালে পুলিশ সুপার হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দায়িত্ব পান তিনি। 

পুলিশ সুপার মো. মোকবুল হোসেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বিএসসি (অনার্স), এমএসসি (পদার্থবিদ্যা) ডিগ্রি অর্জন করেন।

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর রাজশাহীর পুঠিয়া পৌরসভার গোপালহাটিতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিম উদ্দিন মোল্লা ও মা মোছা. আমেনা বেওয়া এঁর ঘরে জন্মগ্রহণ করেন তিনি । 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App