গাইবান্ধায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজুপুর আঞ্চলিত মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত শেখের ছেলে নাহিদ শেখ (৩০) ও জাহিদ শেখ (১৬) এবং একই গ্রামের গুলান শেখের ছেলে শাকিল শেখ (২০)। নিহত নাহিদ শেখ ও জাহিদ শেখ সহোদর।
আরো পড়ুন: ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে আসছিলো। এ সময় গোবিন্দগঞ্জ থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। ঘটনাস্থলে আশেপাশের লোকজন ছুটে এসে আহত একজনকে দিনাজপুরের ওসমানপুর স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাহবুব রহমান। তিনি মোবাইল ফোনে জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। অপরজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং ট্রাকটি আটক করেছে।
এদিকে দুঘটনার খবর পেয়ে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারদের সান্ত্বনা প্রদান করেন।