রেলে কাটা পড়া ৫ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০২:৩৯ পিএম

রেলে কাটা পড়া ৫ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা। ছবি: সংগৃহীত
রেললাইনে ৫ লাশ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা, মুখের ছবি তুলে পাঠানো হচ্ছে বিভিন্ন স্টেশনে। নিহতদের আঙুলের ছাপ সংগ্রহ করে তাদের জাতীয় পরিচয় বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পিবিআই। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫ টি মরদেহ ছিন্নভিন্নভাবে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশসহ জেলা পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে পৌছায়।
নরসিংদীর রায়পুরা উপজেলার রেললাইন থেকে ছিন্নভিন্ন ৫ জনের লাশ উদ্ধার করার পর তাদের পরিচয় নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তারা সেখানে কীভাবে গেলেন, কী তাদের পরিচয়; সেটি হত্যা নাকি দুর্ঘটনা, পাওয়া যাচ্ছে না এসব প্রশ্নের উত্তর। লাশগুলো উদ্ধারের পর একদিন পেরিয়ে গেলেও তাদের পরিচয় উদ্ধার করা যায় নি। আঙুলের ছাপ থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও সফল হয়নি পুলিশ। তাদের ধারণা, নিহতদের কারোরই পরিচয়পত্র নেই। এছাড়া ঘটনাস্থল থেকে কোনো মোবাইল ফোন, ব্যাগ বা অন্য কোন কিছুই আলামত হিসেবে পাওয়া যায়নি যা দিয়ে তাদের পরিচয় শনাক্ত করা যায়।
পরিচয় উদ্ধার চেষ্টার অংশ হিসেবে পুলিশ নিহতদেরকে ‘ভবঘুরে’ হিসেবে চিহ্নিত করে তাদের ছবি তুলে বিভিন্ন স্টেশনে পাঠাচ্ছে, যাতে অন্য ভবঘুরেদের দেখিয়ে তাদের পরিচয় নিশ্চিত করা যায়।
কাগজ ডেস্ক: আবেদ আলী হাত ধরে বিসিএস ক্যাডার হওয়া ব্যক্তিদের তালিকা হচ্ছে
ঢাকা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন বলেন, ‘এটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় উদ্ধারে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে রায়পুরা উপজেলার খাকচক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়। সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশসহ জেলা পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে পৌছায়। পরিচয় না পাওয়ায় রাতেই মরদেহগুলো নরসিংদী রেলওয়ে কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।