চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বাধা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:১৮ পিএম

ছবি : সংগৃহীত
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ৩টার দিকে বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বটতলী স্টেশনে চবি শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে। পরে বিকেল ৪টায় টাইগারপাস অবরোধ করার উদ্দেশ্যে ক্যম্পাস থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা।
এ সময় মিছিল নিয়ে যেতে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। ১৫ মিনিট ধরে টাইগারপাসে তাদের আটকে রাখে শতাধিক পুলিশ। পরে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের বেরিকেড ভেঙে লালখান বাজারের দিকে যেতে থাকে।
আরো পড়ুন : কোটাবিরোধীরা গ্রন্থাগারে, ছাত্রলীগ মধুর ক্যান্টিনে