শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

রাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৭:৫৯ পিএম

ছবি: ভোরের কাগজ
কোটা সংস্কারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় রেললাইন অবরোধ করে রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিক্ষার্থীরা রেললাইনের ওপর বসে পড়ে।
এ সময় তারা 'আমার ভাই মরলো কেনো প্রশাসন জাবাব ভাই,' 'শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা কেনো প্রশাসন জবাব চাই', 'দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত' 'ব্লকেড ব্লকেড বাংলা ব্লকেড' ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এর আগে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা।
আরো পড়ুন: যবিপ্রবি শিক্ষার্থীরা সড়কে, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ
এ সময় আন্দোলনরত শিক্ষার্থী তুপু বলেন, সরকার ২০১৮ এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কার বাতিল করে। কিন্তু এই কোটা আবারো চালু করা হয়েছে। এর প্রতিবাদে যৌক্তিক আন্দোলনে মাঠে নামে ছাত্র সমাজ। কিন্তু তাদের উপর সরকারের পুলিশ বাহিনী হামলা করছে। কুমিল্লায় আমাদের ভাইদের রক্তাক্ত করা হয়েছে। সরকার নানা টাল বাহানা করে ছাত্রদের ঘরে ফেরানোর চেষ্টা করতেছে। এই বৈষম্য মূলক কোটা ব্যবস্থার যতক্ষণ পর্যন্ত সুরাহা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
শিক্ষার্থীরা আরো জানান, আমরা আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করেছি। কিন্তু আজকে পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইয়ের ওপর গুলি চালিয়েছে। তাদের রক্তাক্ত করেছে। আমরা এর বিচার চাই। আর আমাদের দাবিও যতক্ষণ না মানা হবে ততক্ষণ আন্দোলনে থাকবো আমরা।