নদীর পানি কমলেও হাওরপাড়ের ভোগান্তি কমেনি

রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৮:২৮ এএম

সুনামগঞ্জের মধ্যনগরে নদীর পানি কমলেও কমেনি হাওরপাড়ের ভোগান্তি
সুনামগঞ্জের মধ্যনগরে নদীর পানি সামান্য কমলেও হাওরপাড়ের জনবসতিতে আবারো ভোগান্তির সৃষ্টি হয়েছে। ধীরে নামছে হাওরের পানি। যোগাযোগ সড়ক ও গবাদিপশু নিয়ে তৃতীয় দফা ভোগান্তিতে পড়েছেন উপজেলার বাসিন্দারা।
সরজমিনে দেখা যায়, সুনামগঞ্জের উঁচু এলাকায় পানি অনেকটাই কমেছে, তবে নিচু এলাকায় পানি এখনো স্থির হয়ে রয়েছে। অসংখ্য বাড়িঘরে এখনো পানি রয়েছে। জনবসতি ও সড়কে হাঁটু পানি। এছাড়া ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, ছাতক, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দারা।
আরো পড়ুন: পদ্মার শাখা নদীতে ভাঙনের তীব্রতা, বিলীন হচ্ছে দোকান-বাড়িঘর
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের দেয়া তথ্য মতে, রবিবার (১৪ জুলাই) সকাল ৯টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় (১৩ জুলাই থেকে ১৪ জুলাই) সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি কমেছে ১৭ সেন্টিমিটার। গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩ মিলিমিটার।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, গেল ২৪ ঘণ্টা বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জে নদীর পানি বিপদ সীমার নীচে নেমেছে। সীমান্ত নদীগুলোর পানিও কমেছে। তিনি আরো বলেন, দেশের উজানে বৃষ্টি কম হচ্ছে। যার কারণে পাহাড়ি ঢলের তোড় কমে আসছে। সুনামগঞ্জেও বৃষ্টির পরিমাণ কমেছে। এখন বন্যা পরিস্থিত উন্নতির দিকে।