×

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৬ এএম

নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : প্রতীকী

   

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) দুপুরে পলাশবাড়ী চৌমাথা থেকে কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী বাজার সড়কের শিমুলিয়া ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর গ্রামের মন্টু মিয়া ছেলে সাগর মিয়া (২০) এবং দুবলাগাড়ী গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে নাইমুর রহমান স্বচ্ছ। সর্ম্পকে তারা বন্ধু। 

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে খুবই দ্রুত কায়িশাবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় শিমুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তাদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

আরো পড়ুন : বিস্ফোরণের শব্দে আবারো কাঁপল টেকনাফ

পরে আশেপাশের লোকজন তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগর মিয়াকে মৃত ঘোষণা করে। অপর দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে নাইমুর রহমান স্বচ্ছ মারা যান। আহত সামিউল ইসলাম (২১) রংপুর হাসপাতালে চিকিৎসাধীন। 

সোমবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান। তিনি বলেন, একটি মোটরসাইকেলে তারা তিনজন ছিলেন। তবে তাদের কারো মাথায় হেলমেট ছিল না। তাদের মোটরসাইকেলের গতি অস্বাভাবিক ছিল। ব্রিজের উঠতেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেয়া হয়। মৃত্যুর বিষয়টি পরিবারের কাছে জানানো হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App