ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে সংঘর্ষে মানিকগঞ্জে অর্ধশত শিক্ষার্থী আহত

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৫:৩৭ পিএম

ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের প্রায় অর্ধশত আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের উত্তর সেওতা ও কোর্ট চত্বর এলাকা থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কার আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
আরো পড়ুন: চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে রণক্ষেত্র
এ সময় খালপাড় এলাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করেন। দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পরবর্তীতে বেলা ১১ টার দিকে সরকারী দেবেন্দ্র কলেজ ও কোর্ট চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা অপর একটি মিছিল বের করেন। তাদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা শহর জুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ।