লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৬:৫৬ পিএম

ছবি : সংগৃহীত
গণগ্রেপ্তার ও আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে কয়েক’শ ছাত্র জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও মাদাম ব্রিজের ওপর জড়ো হয়ে বিক্ষোভ করেন।
কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রদের দেয়া ৩ দফা দাবির প্রতি সমর্থন এবং গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় লক্ষ্মীপুর-চৌমুহনী- ঢাকা আঞ্চলিক মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুব্ধ ছাত্ররা স্থান ত্যাগ করলে পরিবেশ স্বাভাবিক হয়ে উঠে।
প্রসঙ্গত, রবিবার রাতে সরকার মূল দাবি মেনে নেয়ায় আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার রাতে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের দেয়া এক লিখিত বার্তায় আন্দোলন স্থগিতের এই ঘোষণা দেয়া হয়।
আরো পড়ুন : শিক্ষক আসিফ মাহতাব ও শিক্ষার্থী আরিফ সোহেল রিমান্ডে
লিখিত বার্তায় তারা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এ সকল অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতোমধ্যে সরকার পূরণ করেছে।’
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি তারা আহবান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। কিন্তু, তাদের এই প্রত্যাহার কর্মসূচি প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ের যাওয়ার ঘোষণা দেন অন্য সমন্বয়করা। এরই প্রেক্ষিততে নতুন কর্মসূচি দেন তারা।