×

সারাদেশ

কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে পর্যটকশূন্য টাঙ্গুয়ার হাওর

Icon

রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৩:০৮ পিএম

কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে পর্যটকশূন্য টাঙ্গুয়ার হাওর

পর্যটকশূন্য হাওরে অপূরণীয় ক্ষতির শিকার হাউসবোট ও নৌকা মালিক-শ্রমিক। ছবি : ভোরের কাগজ

   

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে গত ১২ দিন ধরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অংশে টাঙ্গুয়ার হাওর পর্যটকশূন্য। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন হাওরে পর্যটক পরিবহনে থাকা হাউসবোট মালিক ও শ্রমিকেরা। তারা বলছেন, এই কয়েক দিন পর্যটকদের নিয়ে কোনো নৌকা বা হাউসবোট হাওরে যেতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও হাওরে পর্যটক আসতে আররো কয়েক দিন সময় লাগবে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের নিয়ে হাউসবোটগুলো মধ্যনগর উপজেলা সদর থেকে টাঙ্গুয়ার হাওরে যায়। এরপর হাওর ও পাশের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেক, লাকমা ছড়া, বারেকটিলা, শিমুল বাগান ও যাদুকাটা নদী ঘুরে দেখেন তারা। দুই দিনের ভ্রমণ শেষে আবার মধ্যনগরের এই ঘাটেই পর্যটকদের নামিয়ে দেয়া হয়। আবার অনেক হাউজবোট জেলা শহর সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলা সদর থেকেও পর্যটকদের নিয়ে হাওরে যায়।

সোমবার (৩০ জুলাই) বিকালে মধ্যনগর উপজেলার বৈঠাখালী ঘাটে গিয়ে সারি করে রাখা হাউসবোট চোখে পড়ে। এসব বোটেই পর্যটকেরা হাওরে যান, ঘুরে বেড়ান এবং রাত যাপন করেন। বোটের ভেতর আলাদা কেবিন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু কোনো পর্যটক আসতে না পারায় বোটের ভেতর কর্মীরা অলস সময় পার করছেন। একেকটি বোটে ব্যবস্থাপক, মাঝি, পাচকসহ চার থেকে ছয় কর্মী থাকেন।

আরো পড়ুন : আন্দোলন-কারফিউয়ের প্রভাবে হাওরাঞ্চলের সর্ববৃহৎ ধানের বাজারেও মন্দাভাব

মধ্যনগরে কথা হয় হাউসবোটের মালিক ও মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটুর সাথে। তিনি বলেন , বোটে যারা কাজ করেন, তারা ট্রিপ হলে ভাতা পান। ট্রিপ না হলে পান না। টাঙ্গুয়ার হাওরে পর্যটক বহনকারী এসব হাউসবোট ও নৌকায় দুই থেকে আড়াই হাজার শ্রমিক রয়েছেন। মালিকদের সঙ্গে এ শ্রমিকেরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

‘মেঘদূত’ নামের হাউসবোটের ব্যবস্থাপক অনির্বাণ সরকারের সাথে কথা হলে তিনি জানান, তাদের দুটি হাউসবোট আছে। এবার হাওরে পর্যটক আসার মৌসুম শুরুর সময়েই বন্যার কারণে কয়েক দিন বোট বন্ধ রাখতে হয়েছে। হাওরে শুক্র ও শনিবার পর্যটক আসেন বেশি। এমনিতে পুরো মাসেই অনেকের বুকিং থাকে। কিন্তু এবার দেশের পরিস্থিতি খারাপ হওয়ার খবরে অনেক পর্যটক তাদের বুকিং বাতিল করেন। এরপর পরিস্থিতি আরো খারাপ হওয়ায় গত দুই শুক্রবার কোনো বোট হাওরে যায়নি। এরপরেও যারা এসেছিলেন, দেশের পরিস্থিতি বিবেচনায় তাদের আবার ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিবার ভ্রমণে পর্যটকদের থাকা, খাওয়াসহ আমাদের নৌকা ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ভাড়া যায়। গত ১২দিন ধরে ট্রিপ বন্ধ। এ সময় আট থেকে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

টাঙ্গুয়ার হাওরে পর্যটক বহনকারী হাউসবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ইশতি জানান, টাঙ্গুয়ার হাওরে ছোট-বড় দুই থেকে তিন'শ নৌকা আছে। এর মধ্যে শতাধিক আছে হাউসবোট। একেকটি হাউসবোট তৈরিতে ৪০ লাখ থেকে ১ কোটি টাকা ব্যয় হয়েছে। দেশের চলমান পরিস্থিতির কারণে এসব হাউসবোট পর্যটক নিয়ে হাওরে যেতে পারেনি। এতে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App