লালমনিরহাটে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১২:৫২ পিএম

প্রতীকী ছবি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কলেজ ছাত্রীসহ আরো ৪ জন।
বুধবার (৩১ জুলাই) লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে এক বৃদ্ধা মারা যায়।
আহতরা হলেন, আদিতমারী উপজেলার সাঈদ মিয়া (৫৫) মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের শিক্ষক আলম মিয়ার মেয়ে রংপুর সিটি কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান ইভা (১৮)। হাতিবান্ধা উপজেলার দিঘিরহাট এলাকার সামছুল হক(৪০), রংপুর সিটি কলেজের শিক্ষার্থী রংপুর সিগারেট কোম্পানি এলাকার লিজা আক্তার (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাকিনা থেকে আদিতমারী আসছিল যাত্রীবাহী একটি অটোরিকশা অপর দিক লালমনিরহাট থেকে কাকিনা যাচ্ছিল অপর একটি যাত্রীবাহী অটোরিকশা। সোনালী ব্যাংক এলাকায় পৌঁছলে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধ আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। অপর ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবীর সঙ্গে কথা হলে তিনি ভোরের কাগজকে বলেন এ ঘটনায় একজন মারা গেছেন। তিনি পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ইঞ্জিন পাড়া গ্রামের বাদশা প্রামাণিকের ছেলে।
তার মরদেহ থানায় আনা হয়েছে। পরে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে এর মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৃষ্ট ঘটনায় আদিতমারী থানায় একটি ইউ ডি মামলা হয়েছে।