×

সারাদেশ

চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুর, সাঁজোয়া যানে ঢিল

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১১:১৮ পিএম

চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুর, সাঁজোয়া যানে ঢিল

ছবি: সংগৃহীত

   

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘ছাত্র-জনতার’ গণমিছিল থেকে পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে ইট-পাটকেল, ঢিল ছোঁড়া হয়। এসময় সাঁজোয়া যানটি পেছনে সরে গেলে পুলিশ বক্সে ভাঙচুর চালান কোটা আন্দোলনকারীরা।

শুক্রবার (২ আগস্ট) চারটার দিকে নগরীর ওয়াসা মোড়ে এই ঘটনা ঘটে। এসময় পুলিশ হামলাকারীদের ওপর চড়াও না হয়ে শান্ত থাকতে দেখা যায়। শুক্রবার সন্ধ্যা ৬ টায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা বহদ্দারহাট মোড়ে অবস্থান করছিল।

শুক্রবার জুমার নামাজ শুরুর আগেই দলে দলে নগরের বিভিন্ন এলাকা থেকে নগরীর আন্দরকিল্লার শাহী জামে মসজিদে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শেষ হতেই বৃষ্টি উপেক্ষা করে আন্দরকিল্লা মোড়ে জমায়েত হয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীাভ আন্দরকিল্লা মোড়ে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। 

এসময় ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় এক পাশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। আন্দোলনকারীরা তাদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। তাদের সঙ্গে যোগ দেয় মুসল্লিরাও। তবে পুলিশ ছিল নীরব। এরপর বেলা আড়াইটার দিকে মিছিল নিয়ে লালদিঘী হয়ে নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এসময় সেখানেও যানজটের সৃষ্টি হয়। বিকেল তিনটার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে টাইগার পাস এলাকায় অবস্থান নেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে টাইগারপাসের চারপাশে অর্থাৎ নগরীর মূল সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

এরপর মিছিলটি ওয়াসার দিকে যায়। সেখানে আন্দালনকারীদের প্রতিহত করার চেষ্টা করলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সঙ্গে বিবাদ শুরু হয়। গণমিছিলটি ওয়াসার দিকে যাওয়ার পথে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ তুলে আন্দোলনকারীরা। ওই সময় ছাত্ররা ধাওয়া দিলে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলি-গলিতে ঢুকে যান। 

এরপর ওয়াসার মোড়ে পুলিশের সাজোয়া যানে দেখে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এরপর সাজোয়া যানটি ওয়াসা থেকে আলমাস সিনেমা হলের দিকে চলে গেলে আন্দোলনকারীরা ওয়াসা মোড়ের পুলিশ বক্স ভাঙচুর করে। এরপর তারা মুরাদপুর হয়ে বহদ্দারহাটের দিকে চলে যায় গণমিছিলটি।

পুলিশ বক্স ভাঙচুর প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ বলেন, ‘আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। ওই সময় পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্য না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে মামলা হবে কিনা সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো।’ আন্দোলনকে ঘিরে আন্দরকিল্লা মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে পুলিশকে মিছিলে বাধা দিতে দেখা যায়নি। 

এদিকে নগরীর আন্দরকিল্লা থেকে আন্দোলনকারীরা সরে যাওয়ার পর স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমনের নেতৃত্বে ৫০ জনের একটি মিছিল আন্দরকিল্লাহ মোড় ঘুরে চেরাগি হয়ে চট্টগ্রামে প্রেসক্লাবের দিকে চলে যায়। ওই মিছিলে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়। 

কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, ‘আন্দোলনকারীরা মসজিদ থেকে বের হয়ে আন্দরকিল্লায় অবস্থান নিয়েছিল। আমরা তাদের মিছিল না করতে অনুরোধ করলেও তারা সেটা মানেনি। বিশ মিনিটের মতো তারা সেখানে অবস্থান নেয়। এরপর মিছিল নিয়ে সেখান থেকে নিউমার্কেট গিয়ে অবস্থান নেয়। তারপর তারা টাইগারপাসে গিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। তবে আন্দোলনকারীদের একাংশ মিছিল নিয়ে ওয়াসার হয়ে মুরাদপুরের দিকে চলে যায়।’

এর আগে গণহত্যা ও গণগ্রেপ্তার, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সকল প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ এর ডাক দেন। তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেয়ার আহ্বান জানান। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App