×

সারাদেশ

জুড়ীতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৩ শিক্ষার্থী

Icon

জুড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৬:০৪ পিএম

জুড়ীতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৩ শিক্ষার্থী

ছবি: ভোরের কাগজ

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মিছিল করেন। শিক্ষার্থীদের মিছিলের একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও মিছিলসহ তাদের উপর হামলা চালায়। এ হামলায় ৩ শিক্ষার্থী আহত হয়। 

এসময় আন্দোলনকারীরা ‘আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই’; ‘বিচার চাই বিচার চাই, আমার ভাই হত্যার বিচার চাই’; ‘দিয়েছিতো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘দালালি না রাজপথ?, রাজপথ রাজপথ’; ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’; ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’; ‘এক দুই তিন চার, শেখ হাসিনা স্বৈরাচার’- প্রভৃতি স্লোগান দেন। 

আরো পড়ুন: মিরপুরে চার ঘণ্টা অবস্থান শেষে সড়ক ছেড়েছে আন্দোলনকারীরা

শনিবার (৩ আগস্ট) বেলা আড়াইটার পর বিক্ষোভকারী শিক্ষার্থীরা জুড়ী শহরের নিউ মার্কেট থেকে মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বর হয়ে আবারও নিউ মার্কেট এলাকায় এসে মিছিল শেষ করে। শেষ মুহূর্তে নিউ মার্কেট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মিছিলে সমাপনী বক্তব্য প্রদানের সময় ছাত্রলীগ পুলিশের বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। মাথায় হ্যালমেট ও হাতে লাঠি নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলায় মৌলভীবাজার সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র আফজাল হুসেন, মুছাওইর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র তানবির ও নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র তামিম আহত হন। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

এর আগে শুক্রবার ‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App