উলিপুরে বৃদ্ধার আত্মহনন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৬:৫৩ পিএম
কুড়িগ্রামের উলিপুরে হাজরা বেওয়া নামের ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ধরনীবাড়ী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। কী কারণে ওই বৃদ্ধা আত্মহননের পথ বেছে নিয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ওই গ্রামের মৃত বছির উদ্দিন মুন্সির স্ত্রী ৮ সন্তানের জননী হাজরা বেওয়া প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাওয়া সেরে নিজ ঘরে একা ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে দেখতে পান বৃদ্ধার ঝুলন্ত মরদেহ।
ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতের কোন এক সময় ঘরের আড়ার সঙ্গে ফাঁস টাঙিয়ে আত্মহননের পথ বেছে নেন বৃদ্ধা। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে দুপুরের পর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামের মর্গে প্রেরণ করে।