মুজিবনগরে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:৪৬ পিএম

ছবি: ভোরের কাগজ
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আলমগীর হোসেন আলম (৪৪) নামের এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তি তারানগর গ্রামের আগবত আলীর মেজ ছেলে।
জানা গেছে, মৃত আলমগীর হোসেন আলম তার স্ত্রী বেদেনা খাতুনকে (৩৫) ও তিন সন্তান নিয়ে শুক্রবার ( ৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮ দিকে রাতের খাওয়া-দাওয়া শেষ করে। পরে বেদেনা খাতুন (৩৫) ও তিন সন্তান এক রুমে এবং আলমগীর অন্য রুমে শুয়ে পরেন। পরে আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে তাদের বড় মেয়ে শুকতারা খাতুন (১৮) প্রকৃতির ডাকে সাড়া দিতে মা বেদেনা খাতুনকে নিয়ে বেরোতে চায়। তবে তাদের ঘরের ছিটকিনি বাইরে থেকে আটকানো ছিল। তাই তারা বাবা আলমগীর হোসেনকে ডাকতে থাকে। ডাকাডাকির এক পর্যায়ে সাড়া না পেয়ে আলমগীর হোসেনের স্ত্রী তার শশুর আগবত আলীকে ফোন দিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে আলমগীর হোসেনের বাবা ও মা আকলিমা খাতুন(৬২) তাদের বাড়িতে এসে ছেলের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করতে থাকে। অতঃপর তারা তাদের পুত্রবধূ ও নাতি-নাতনী শুকতারা(১৮),ইকরামুল (১২)ও ইয়াসমিন(৭)দের রুমের দরজা বাইরে থেকে আটকানো দেখে খুলে দেয়।
আরো পড়ুন: নরসিংদীতে মালিক-চালকের হাত-পা বেঁধে গরু বোঝাই ট্রাক ছিনতাই
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশে একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ হেফাজতে নেয়। বর্তমানে লাশ মুজিবনগর থানায় হেফাজতে আছে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে,পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা খুনি/খুনিরা পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড এখনি বলা যাচ্ছে না। তদন্ত করার পরে জানা যাবে প্রকৃত কারণ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।