নারায়ণগঞ্জে থানার নিরাপত্তায় সেনাবাহিনী

এম এম সালাহউদ্দিন
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম

নারায়ণগঞ্জে থানার নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। ছবি: ভোরের কাগজ
নারায়ণগঞ্জের সব থানার নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জেলার প্রতিটি থানায় সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার দেয়া হয়েছে। এলাকায় ডাকাতি, চাঁদাবাজি বা যে কোনো ধরনের নাশকতা হলে এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার ০১৭৬৯০৯০৫৫১।
এছাড়া জেলার বন্দর, সদর, ফতুল্লা থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমে ০১৭৩২০৫১৮৫৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম মিয়া জানান, সেনাবাহিনী থানার নিরাপত্তা দেয়ায় এলাকার মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁওয়ে টহল দিচ্ছেন সাভার সেনানিবাসের অন্তর্গত ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি থেকে আসা সেনা সদস্যরা।
আরো পড়ুন: অস্থিরতা, নৈরাজ্য ও অপপ্রচার রোধে সোনারগাঁও বিএনপির সংবাদ সম্মেলন
এদিকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে, আজ শনিবার (১০ আগস্ট) বিকাল ৩টা পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলা পর্যায়ের ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।