×

সারাদেশ

সেনাবাহিনীর ছিনিয়ে নেয়া অস্ত্র উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৪:২৮ পিএম

সেনাবাহিনীর ছিনিয়ে নেয়া অস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

   

গোপালগঞ্জে বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর ছিনিয়ে নেয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছেটফা খালিয়া গ্রামের আবিদ সিকদার বাড়ি থেকে একটি অস্ত্র ও দুটি মুঠোফোন উদ্ধার করে সেনাবাহিনী।

এর আগে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের পর দেশ ত্যাগে বাধ্য করায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে স্থানীয়রা। বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। তারা সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে ৫ সদস্যকে আহত করে ২টি অস্ত্র ছিনিয়ে নেয়। এসময় ভাঙচুর করা হয় সেনাবাহিনীর ২টি গাড়ি। পরে ওই সন্ধ্যায়ই একটি অস্ত্র উদ্ধার করা হয়, আর রবিবার উদ্ধার করা হয় আরেকটি।

এ ঘটনায় রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় নেতা–কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন করা পরামর্শ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলি খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহব উদ্দিন আজম গণমাধ্যমকে বলেন, ‘আজ সকালে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানকার নেতা–কর্মীদের সঙ্গে কথা বলেছি। তাদের বলে এসেছি সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়, সেনাবাহিনীর সদস্যদের আহত করা ও গাড়ি পুড়িয়ে দেয়া অন্যায় হয়েছে। এ ধরনের কাজ বা বিশৃঙ্খলা করলে আমরা মেনে নেব না।’

আরো পড়ুন: যে তারিখের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমার জানা মতে গোপালগঞ্জে কোনো নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল রাতে সেনাবাহিনীর ক্যাম্পে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানকে ডেকেছিল। সেখানকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের আন্দোলনে দেশি-বিদেশি অস্ত্র প্রদর্শনের বিষয়ে সেনাবাহিনী আপত্তি জানিয়েছে। তবে শান্তিপূর্ণ আন্দোলন করতে কোনো বাধা নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App