সিংগাইরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) থেকে
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০২:১৩ পিএম

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন (৩৫)নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) গভীর রাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার মো.আইয়ূব খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে মিরাজ (৩৪) ও তার সহযোগীরা ওই এলাকায় একটি মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলে ব্যবসা চালিয়ে আসছিলো । এ নিয়ে প্রতিপক্ষ সাদ্দাম হোসেন তাদের ব্যবসার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এ ঘটনার জের ধরে মিরাজ ও তার সহযোগীরা সাদ্দামের উপর ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে জরুরি কথা আছে বলে মিরাজ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে চর কানাইনগর বিশ্বাস পাড়া ব্রিজের নির্জন স্থানে নিয়ে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। এ সময় সাদ্দামের চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহের সুরতহালকারী কর্মকর্তা এসআই আব্দুল মোতালেব জানান, নিহতের মাথা ও ঘাড়সহ দেহের বিভিন্ন স্থানে পাঁচটি কোপের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত পরিবার ঘটনার মূল হোতা মিরাজসহ জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেছেন।
এ ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্ত মিরাজের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
আরো পড়ুন: হুমকির মুখে বাফুফে না ছাড়ার বিষয়ে যা জানালেন কাজী সালাউদ্দিন
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বলেছেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে ।