বিশেষ ট্রাইবুনালে সকল ধর্ষণ মামলার বিচার চায় ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:১৭ পিএম

ছবি: ভোরের কাগজ
বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে বিভিন্ন সময়ে বাংলাদেশে সংঘটিত সকল ধর্ষণের মামলার বিচারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ভারতের কলকাতায় ডা. মৌমিতা দেবনাথকে গণধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে শনিবার বেলা ১২টায় ক্যাম্পাসে ডায়না চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শতাধিক শিক্ষার্থী সমাবেশে অংশ নেয়।
সমাবেশে শিক্ষার্থীরা মৌমিতাসহ ভারতে বিভিন্ন সময়ে সংঘটিত সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক ছত্রছায়ায় সংঘটিত ধর্ষণসহ সকল ধর্ষণ মামলার দ্রুত বিচার কাজেরও জোর দাবি তোলেন তারা। বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি তাদের।
আরো পড়ুন: থানার লুট করা পিস্তল বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে ধারাবাহিকভাবে গণধর্ষণ হচ্ছে। আলোচিত ঘটনাগুলোরও তারা সুষ্ঠু বিচার করতে পারেনি। ভারত যদি এসবের ব্যাপারে ব্যবস্থা না নেয়। আমরা চুপ থাকবো না। আলোচিত এবং যেগুলো সামনে আসেনি সেগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশেও অনেক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা তার সঠিক বিচার পাইনি। বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে এসবের বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি।