মামলা করতে এসে নিজেই গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:৪৮ পিএম

বোঁচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে থানায় মামলা করতে আসেন দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী। একই সময় থানায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় চেয়ারম্যানের । শুক্রবার ( ১৬ আগস্ট) রাতে বোঁচাগঞ্জ থানায় এ ঘটনা ঘটে।
এসময় কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে ঘিরে ধরেন অভিযুক্ত ওই চেয়ারম্যানকে। তাদের তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে মৌখিকভাবে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন আফসার আলী। পরে শিক্ষার্থীদের করা মামলায় থানা চত্বরেই গ্রেফতার হন তিনি।
শিক্ষার্থীদের করা মামলায় আফসার আলী ছাড়াও সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করে ৭০-৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। চেয়ারম্যান আফসার বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মামলার এজাহারে বলা হয়, ১৮ জুলাই সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন। ঐ মিছিলে আফসার আলীর নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা শিক্ষার্থীদের মারধর করে গুম করে ফেলার হুমকি দেয় এবং মেয়েদের শ্লীলতাহানি করে। এমনকি তাদের হুমকি-ধমকির কারণে এলাকার কোনো চিকিৎসাকেন্দ্রে গিয়েও সেবা নিতে পারেননি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে মামলাটি করেন সেতাবগঞ্জ রেলকোলনী পাড়া মহল্লার মো. ফজল আলীর ছেলে মো. ফয়সাল মোস্তাক।
আরো পড়ুন: বেরোবির ট্রেজারারের পদত্যাগ
বোঁচাগঞ্জ থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক রাসেল জানান, চেয়ারম্যান আফসারকে ছাত্রদের মিছিলে হামলা চালানোর অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।