লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৪:৪৩ পিএম

ছবি: ভোরের কাগজ
মুন্সীগঞ্জ সদর থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ১৪০ টি আগ্নেয়াস্ত্র ও ৩৯৩৪ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের সার্কিট হাউজের আর্মি ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত গোলাবারুদ হস্তান্তর করেন সেনাবাহিনীর ১৯ বীরের পিএসসি অধিনায়ক লে. কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন ।
পুলিশের পক্ষে রাইফেল, পিস্তল ও শর্ট গানসহ লুণ্ঠিত বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জাম গ্রহণ করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার আসলাম খান। এই সময় কর্মকর্তারা বলেন, এখনো কিছু অস্ত্রসস্ত্র উদ্ধার বাকি আছে এগুলো সবশেষ নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন: শিবগঞ্জ সীমান্তে তিনটি গরুসহ ৫ ভারতীয় নাগরিক আটক
হস্তান্তর করা সরঞ্জামাদির মধ্যে পুলিশের পোশাক, বুলেটপ্রুভ জ্যাকেট, হেলমেট, বেল্ট, লাঠি এবং কম্পিউটার ছাড়াও ১ লাখ সাড়ে ৯ হাজার টাকা রয়েছে।
গত ৫ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানা, পুলিশ সুপারের কার্যালয় এবং শহরের সদর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে বিপুল অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি লুট করে আগুন ধরিয়ে দেয় দুবৃত্তরা।