ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

ঘিওর (মানিকগঞ্জ )প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম

ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৫ নং বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক মোল্লা রওশনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ।
রবিবার (১৮ আগস্ট ) দুপুরে বড়টিয়া ইউনিয়ন পরিষদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় তারা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আলমগীর হোসেন, শাহিনুর রহমান সমীর, মিলন মিয়া, শিক্ষার্থী জিয়াসমিন আক্তার, বিথি আক্তার, নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, চেয়ারম্যান ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন। এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন। সরকারি সকল প্রকল্পের টাকা তিনি লুটপাট করেছেন। এতদিন ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করায় এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি।
আরো পড়ুন: সাঈদ-তাহির-মেরাজ হত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামি হলেন যারা
এবিষয়ে জানতে চাইলে মুঠোফোনে চেয়ারম্যান শামছুল হক মোল্লা রওশন বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বদলের কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। কোন দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমি জড়িত নই।