×

সারাদেশ

ডম্বুর-গজলডোবা বাঁধ খুলে দেয়ার প্রতিবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম

ডম্বুর-গজলডোবা বাঁধ খুলে দেয়ার প্রতিবাদ

ছবি: ভোরের কাগজ

   

ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদ জানিয়েছে । এ সময় ভারতীয় আগ্রাসন রুখতে প্রয়োজনে বাংলাদেশেও বাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (২২ আগস্ট)  বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এরপর একসাথে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পৌঁছালে সেখানে বক্তব্য রাখেন বিক্ষোভ মিছিলে অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারত যে বাঁধ খুলে দিয়েছে, আন্তর্জাতিক বাঁধ নিয়মে কখনও বলা নাই যে মধ্যরাতে আকস্মিকভাবে কোন বাঁধ খুলে দেয়া হবে। বাঁধ খুলে দেয়ার আগে ভাটির দেশকে একটা সতর্কতা জারি করতে হয় ভারত সেটা করে নাই। এর আগে ভারতের সাথে যে চুক্তি বাস্তবায়ন হয়েছে, চুক্তি বলার চেয়ে এগুলোকে অসম চুক্তি বলাই ভালো। ফারাক্কা বাঁধের প্রতি বছর ২৭ হাজার কিউসেক পানি বাংলাদেশের প্রাপ্য সেখানে তারা মাত্র ২০০ কিউসেক পানি বাংলাদেশকে দিচ্ছে। এতো অন্যায় অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে রুখে দাড়াতে হবে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক কাজী মোহাম্মদ ইউসুফ বলেন, মালদ্বীপের মতো দেশের সাথেও ভারত যা করতে পারছেনা বাংলাদেশের সাথে তা করছে। শুধুমাত্র ১৫ বছরের আওয়ামী লীগ শাসনামলের চাটুকারিতা এবং পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে আমাদের দেশের আজ এই অবস্থা। পৃথিবীতে অনেকগুলো ভাটির দেশ আছে, কোন উজানের দেশ এইভাবে ভাটির দেশের সাথে অবিচার করতে পারেনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

আরো পড়ুন: মধ্যনগরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ স্মরণে আলোচনা সভা

এরপর প্রশাসনিক ভবনে পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ শেষ করেন শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App