×

সারাদেশ

রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষ, ১২ জন গুরুতর আহত

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০২:১৩ পিএম

রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষ, ১২ জন গুরুতর আহত

ছবি: সংগৃহীত

   

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও দোকানপাট লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার দূর্গম চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। মোহিনীপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও সামসু মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। 

উপজেলার দূর্গম চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও সামসু মেম্বারের আধিপত্য বিস্তার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গুরুতর আহতসহ বসত বাড়িঘর ভাঙচুর এবং দোকানপাট লুটপাটে অভিযোগ পাওয়া গেছে। 

বীরমুক্তিযোদ্ধা আব্দুল সালাম জানান, ২০২২ সালে ৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা নিয়ে সামসু মেম্বারের সঙ্গে বাকবিতন্ড হয়। সেইদিনই মুজিতপুর গ্রামে যাওয়ার পথে হঠাৎ আমাকে অতর্কিতভাবে ৫/৬ জন মিলে আক্রমণ করে এবং গুরুতর আহত হওয়ার পর ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি ছিলাম।

তিনি আরো জানান, সামসু মেম্বার প্রায় তিন বছর বাড়ি ছাড়া ছিলেন। গত ১৯ জুলাই নরসিংদী জেল হাজত কারাগার ভেঙে বাঁশগাড়ী ও মির্জারচরের কুখ্যাত আসামিরা পালিয়ে চলে আসে। এই কুখ্যাত আসামিরা সহ কয়েকজন মিলে সামসু মেম্বারকে তার বসতবাড়িতে নিয়ে আসে। সামসু মেম্বার বাড়িতে আসার পর পরই এলাকায় তার নেতৃত্বে কুখ্যাত সন্ত্রাসীদেরকে নিয়ে মোহিনীপুর গ্রামের নুরুল আমিন নামে একব্যক্তিকে এলোপাতাড়িভাবে কোপ ও পায়ের রগ কেটে ফেলে দেয়। সন্ত্রাসীরা বীরমুক্তিযোদ্ধার সমর্থনের লোকজনের ওপর কাকটেল বিস্ফোরণ, বসতঘরবাড়ি ভাঙচুর ও দোকানপাটে  লুটপাট করতে থাকে।

এছাড়া সামসু মেম্বারের ছেলে সাইফুল বীরমুক্তিযোদ্ধার সমর্থক মোমেন (৭০) নামে এক ব্যক্তির ওপর ককটেল নিক্ষেপ করে। এই ককটেল বিস্ফোরণে তাজু, রফিকুল, বাচ্চু মিয়া, রাজন, তমিজ উদ্দিন, বাসেদ মিয়া, ওমরসহ আরো ১২ জন গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকা পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

এই বিষয়ে চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোমেন সরকার ভোরের কাগজকে জানান, আমার এই ইউনিয়নের শান্তির লক্ষ্যে দুই পক্ষের প্রায় তিন বছরের আধিপত্য বিস্তার জের আপোষ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইন প্রশাসনের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ আমি চেষ্টা করেছি কিন্তু তা সম্ভব হয়নি।

নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আমাদের ইউনিয়নে এই দুই পক্ষের আধিপত্য বিস্তার জেরে দফায় দফায় সংঘর্ষে এলাকায় পুরুষ  শূন্য হচ্ছে। 

সামসু মেম্বার জানান, প্রায় তিন বছর যাবত আমি গ্রামে থাকতে পারিনি। এখন আমি গ্রামে আসার পরই আমাদের দুই পক্ষে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমার ছেলে সাইফুল গুরুত্বর আহত হয়েছেন। 

এই প্রসঙ্গে রায়পুরা থানা পুলিশ উপ-পরিদর্শক সামসুল জানান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও সামসু মেম্বারদের আধিপত্য বিস্তার জেরে দুই পক্ষের সংঘর্ষে বসত ঘরবাড়ি ভাঙচুর ও দোকানপাটে লুটপাট হয়েছে। কোনো পক্ষেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App