সাবেক এমপি সালাম মূর্শেদীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:৫৮ পিএম

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে খুলনার দিঘলিয়া থানায় এ মামলা দায়ের করেন। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পার্শ্ববর্তী স্থানে অবস্থান করেন। এসময় আব্দুস সালাম মূর্শেদীসহ আসামিরা কাটা রাইফেল, বন্দুকসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরে হামলা করেন। বন্দুক দিয়ে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে লাগে। এছাড়া আসামিরা দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটান। তাদের রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন জখম হন।
মামলার এজাহারে সালাম মূর্শেদী, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, মো. মফিজুল ইসলাম ঠান্ডু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলামের ছেলে বাকিবিল্লাহ, যুবলীগ নেতা মো. তৌহিদুল মোল্লা, ছাত্রলীগ নেতা মো. নাহিদ মোল্লাসহ ৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন : শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যা মামলা