কালীগঞ্জে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ০২:৫৬ পিএম

প্রধান আসামী নুরু মিয়া
লালমনিরহাটের কালীগঞ্জে ১৭ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি নুরু মিয়াকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণে অভিযুক্ত ৪০ বছর বয়সী ওই ব্যক্তি কালীগঞ্জের তালুক বাণীনগর এলাকার মো. মজির ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরহাদ মন্ডল জানান, তার নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল শুক্রবার, (২৩ আগস্ট) ভোরে ফতুল্লা থেকে নুরুকে গ্রেপ্তার করে। কালীগঞ্জ থানায় এনে শনিবার (২৪ অক্টোবর) তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ওই মামলার চার নম্বর আসামি রকিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
ধর্ষণের শিকার ওই কিশোরী গত ১০ অক্টোবর কালীগঞ্জ থানায় সাত ধর্ষকসহ ১০ জনের নামে মামলা করেছিল। মেয়েটির বাড়ি পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে।