×

সারাদেশ

দুর্নীতির অভিযোগে ইউএনও রুনু সাহার অপসারণের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম

দুর্নীতির অভিযোগে ইউএনও রুনু সাহার অপসারণের দাবি

কালিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহা। ছবি: সংগৃহীত

   

নড়াইলের কালিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ইউএনও রুনু সাহা স্কুল ও মাদ্রাসার নিয়োগে ঘুষ বাণিজ্যের মাধ্যমে এবং আওয়ামীপন্থী একটি চক্রের সঙ্গে যোগসাজশ করে প্রভাব বিস্তার করেছেন। একজন নৈশপ্রহরী নিয়োগের জন্য তিনি ৭ থেকে ১০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও স্থানীয় হাট-বাজারের ইজারা এবং সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, ইউএনও রুনু সাহা সিটিজেন চার্টার অনুযায়ী সেবা নিতে গেলে সাধারণ জনগণের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করেছেন। 

তারা দাবি করেছেন, আওয়ামী সরকারের পক্ষ নিয়ে কাজ করা এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে উপজেলা প্রশাসন ঘেরাও করে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে।

আরো পড়ুন: সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

উল্লেখ্য, রুনু সাহা ৩৪তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০২৩ সালের ১২ মার্চ কালিয়া উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সঙ্গে মিলে প্রভাব বিস্তার করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App