নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম

ছবি: ভোরের কাগজ
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বমাইজচরা গ্রামে এই অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরের দিকে চেয়ারম্যান জসিম উদ্দিনকে তার বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা অবরুদ্ধ করে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়। ওই সময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ১টি দেশী পিস্তল ও প্রায় ২০-২৫টি দেশীয় অস্ত্র-যেমন দা, রামদা, কুড়াল এবং চাপাতি।
এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে এবং চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। স্থানীয়দের অভিযোগ, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ সে স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনই আমরা বিস্তারিত তথ্য জানাতে পারছি না। তবে এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে এলাকার জনগণ নিরাপদে বসবাস করতে পারে।