যুবককে হত্যা করে হাত কেটে নিল দুর্বৃত্তরা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

ছবি: সংগৃহীত
কুমিল্লায় মো. মহিউদ্দিন নামের এক যুবককে হত্যা করে তার ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলার দাউদকান্দি উপজেলার ওলানপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহীদুল্লাহ প্রধান।
নিহত মহিউদ্দিন ওলানপাড়া এলাকার মো. রফিক মিয়ার ছেলে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডকাতি, ছিনতাই মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ দাউদকান্দি থানায় তিনটি এবং অন্যান্য থানায় আরো তিনটিসহ মোট ৬টি মামলা রয়েছে। ডাকাতি, ছিনতাই ও মাদক সিন্ডিকেটের বেশ কয়েকজনের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল।
আরো পড়ুন: ক্ষমা চাওয়ার আধাঘণ্টা পর আসামিকে কুপিয়ে হত্যা
শনিবার বেলা ১১টা দিকে বাড়ির পাশে মসজিদের কাছে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার ডান হাত কেটে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারী কয়েকজনের নাম পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এখন নামগুলো গোপন রাখতে হচ্ছে। আমরা তাদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছি। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।