মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। ছবি: ভোরের কাগজ
ভোলা জেলার মনপুরার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক এলাকার পূর্ব পাশের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে গ্রাম পুলিশকে খবর দেন। পরে মনপুরা থানা পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়, যার ফলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, স্থানীয়দের ধারণা এটি বোরহানউদ্দিন উপজেলার ৪ দিন আগে নিখোঁজ হওয়া এক জেলের লাশ হতে পারে।
মনপুরা থানার ওসি (তদন্ত) তারিক হাসান জানান, লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলার মর্গে পাঠানো হবে।
আরো পড়ুন: ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মরদেহের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।